শিরোনাম
রমজানে খাদ্যের দাম না বাড়ানোর আহ্বান
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২০, ২০:১৮
রমজানে খাদ্যের দাম না বাড়ানোর আহ্বান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রমজান মাসে খাদ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।


কনফারেন্সের মাধ্যমে নওগাঁয় ধান কাটা-মাড়াইয়ে করোনীয়, ব্যবসায়ীদের প্রতি রমজান মাসে চালসহ খাদ্যের দাম বৃদ্ধি না করতে নির্দেশনা দেন মন্ত্রী। এ ছাড়াও এ সময় জেলার ৯৯টি ইউনিয়নে বিভিন্ন জেলা থেকে আসা ধান কাটা মাড়াইয়ের শ্রমিকদের শরীরের তাপমাত্র মাপার যন্ত্র ৯৯টি থার্মাল স্কানার হস্তান্তর করেন খাদ্যমন্ত্রী।


নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারি, জেলা ধান চাউল আড়ৎদার ব্যবসায়ি সমিতির সভাপতি নিরোদ বরন সাহা, জেলা চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, বেলকোন গ্রুপের মালিক বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রনজিত সরকারসহ অন্যরা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com