শিরোনাম
করোনায় সবচে বেশি আক্রান্ত ঢাকায়, কম সিলেটে
প্রকাশ : ২২ এপ্রিল ২০২০, ২১:০০
করোনায় সবচে বেশি আক্রান্ত ঢাকায়, কম সিলেটে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা ৮৫ শতাংশের বেশি। অন্যদিকে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা শূন্য দশমিক ৫৯ শতাংশ। বুধবার (২২ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রকাশ করা তথ্যে এ চিত্র উঠে এসেছে।


আইইডিসিআর সংবাদ বুলেটিনে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন হয়েছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭২ জন।


সংস্থাটির পরিসংখ্যানুযায়ী, ঢাকা শহরে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪৭৫ জন। আর ঢকা বিভাগে এর সংখ্যা ১২৮১ জন। ফলে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫৬ জনে।


আইইডিসিআরের ওয়েবসাইটে দেখা গেছে, ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ৯, সিলেট বিভাগের ৪, রংপুর বিভাগের ৮, খুলনা বিভাগের ৮, ময়মনসিংহ বিভাগের ৪, বরিশাল বিভাগের ৫ এবং রাজশাহী বিভাগের ৭টি জেলায় কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।


এখনো রোগী শনাক্ত হয়নি রাঙামাটি, খাগড়াছড়ি, ভোলা, ঝিনাইদহ, সাতক্ষীরা, নাটোর জেলায়। মোট করোনাভাইরাসে আক্রান্তদের ৬৮ শতাংশ পুরুষ, ৩২ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছেন, তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com