শিরোনাম
ভোলায় ১৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২১ এপ্রিল ২০২০, ২০:২৯
ভোলায় ১৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৭  হাজার টাকা জরিমানা
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভোলার চরফ্যাসনে প্রশাসনের আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ১৮ ব্যবসায়ীকে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইলিয়াছ নামের এক কাপর ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার(২১এপ্রিল) বেলা ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা সদর ও শশীভূষন বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মাহামুদ এ জরিমানা ও দণ্ড প্রদান করেন। এসময় ভোলা জেলায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।


সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মাহামুদ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন।


কিন্তু কিছু সংখ্যক ব্যবসায়ী সরকারের আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ব্যবসায়ীর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।


দণ্ডিত দোকানগুলোর মধ্যে চরফ্যাসন শহরে দুটি, শশীভূষণ বাজারে ১৬টি। এদের মধ্যে দুটি রড সিমেন্টে দোকান, ৪টি কসমেটিক্সেন ও ১২টি কাপড়ের দোকান রয়েছে।


এছাড়া শশীভূষণ বাজারে ইলিয়াছ নামে এক কাপড় ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


বিবার্তা/শাহীন/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com