শিরোনাম
জানালা ভেঙে পালানো সেই করোনা রোগীর সন্ধান মিলেছে
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২০, ১১:২৫
জানালা ভেঙে পালানো সেই করোনা রোগীর সন্ধান মিলেছে
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে ঘরের জানালা ভেঙে পলাতক করোনা রোগী ওবায়দুরকে পাওয়া গেছে। আজ ভোর পাঁচটার দিকে বাড়ি এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রামের ইউপি সদস্যকে মোবাইল ফোনে ওবায়দুর জানায়,‘আমি বাড়ি এসেছি। গতকাল পালিয়ে গিয়ে আমি ভুল করেছি। আমি এখন চিকিৎসা নিতে চাই’।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় পলাতক ওবায়দুরসহ জিন্দারপুর গ্রামের আরো একজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। জয়পুরহাট জেলায় এই দু’জনই প্রথম করোনা রোগী। বিষয়টি জানাজানির পর বৃহস্পতিবার রাত ন’টার দিকে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য গোপীনাথপুর আইসোলেশন ওয়ার্ডে নিতে জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন পুলিশ নিয়ে তাদের গ্রামে যায়।


খবর পেয়ে বাড়ি থেকে ওবায়দুর পালিয়ে যায়। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পুলিশ অন্যজনকে আইসোলেশনে নিয়ে যায়।


জিন্দারপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আজাহার আলী বলেন,‘ভোর পাঁচটার দিকে পলাতক ওবায়দুর তাকে ফোন দিয়ে জানিয়েছে,‘আমি বাড়ি আছি,পালিয়ে গিয়ে আমি ভুল করেছি,আমি চিকিৎসা নিতে চাই, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর।


ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন,‘গতকাল ওই করোনা রোগী পালিয়ে যাওয়ার পর থেকে চরম উৎকণ্ঠায় কেটেছে সারারাত। ঘুম হয়নি,ভোরে সে নিজে থেকেই ফোন দিয়ে বাড়ি ফেরার কথা জানিয়েছে। আজকে তাকে গোপীনাথপুরে আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।


কালাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান,‘পলাতক ওবায়দুর বাড়ির তালার ওপর সারারাত আত্মগোপনে থাকার পর ভোরে নিজে থেকেই ধরা দেয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com