শিরোনাম
ধামইরহাটে ৫৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২০, ১৭:৩০
ধামইরহাটে ৫৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর ধামইরহাটে খরিপ ১ মৌসুম খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য ৫৬০ কৃষকের মাঝে প্রণোদনা প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে পৌরসভা, উমার ও ধামইরহাট ইউনিয়নের কৃষকদের মাঝে ১০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার ও ৫ কেজি আঊষ ধানের বীজ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।


এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান প্রমুখ।


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা জানান, খরিপ ১ মৌসুমে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলায় মোট ৫৬০ জন কৃষককে এই প্রনোদনা দেয়া হবে। ইরি-বোরো চাষাবাদের পর যেন মাটি অনাবাদী না থাকে, সে লক্ষে বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিখাতে ব্যাপক সরকার ভর্তূকি দিয়ে যাচ্ছে। যাতে তিন ফসলী জমি অনাবাদি না থাকে ও খাদ্য শষ্য উৎপাদন বৃদ্ধি পায়।


বিবার্তা/বাকী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com