শিরোনাম
দুই চিকিৎসক করোনায় আক্রান্ত, গফরগাঁও লকডাউন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২০, ০৮:৪১
দুই চিকিৎসক করোনায় আক্রান্ত, গফরগাঁও লকডাউন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঘটনায় গফরগাঁও পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে।


এরা হলেন, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক ডা. লিমন ও ডা. আনজুম। সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার করে তাদের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।


এ বিষয়ে সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম বলেন, ওই দুই চিকিৎসকসহ গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এ ঘটনায় গফরগাঁও পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে।


এছাড়া ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয়, সে জন্য হটলাইনের মাধ্যমে সেবা দিতে চিকিৎসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।


এদিকে, ময়মনসিংহ মেডিকেল করেজের ল্যাবে করোনা পরীক্ষা করে বিভিন্ন জেলায় আরো ৫ জনের দেহে করোনা পজেটিভ পাওযা গেছে। তারা হলেন, মাদারগঞ্জ ও সরিষাবাড়ির ৩ জন, শেরপুর জেলার ঝিনাইগাতির ১ এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জে আরো ১ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com