শিরোনাম
সিলেটে হোম কোয়ারেন্টিনে আরো ৬৮৭ জন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২০, ১৮:০৮
সিলেটে হোম কোয়ারেন্টিনে আরো ৬৮৭ জন
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে গত ২৪ ঘণ্টায় আরো ৬৮৭ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। আর এ নিয়ে সিলেটে ১৬১৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।


সোমবার (১৩ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।


স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, নতুন করে হোম কোয়ারেন্টিনে আসা ৬৮৭ জনের মধ্যে সিলেটে ৪, সুনামগঞ্জে ২৭৪ জন, হবিগঞ্জে ৯২ এবং মৌলভীবাজারে ৩১৭ জন।


সিলেটে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ৬১৪ জন। এর মধ্যে সিলেটে ৪৫, সুনামগঞ্জে ৮৩১, হবিগঞ্জে ১৮০ ও মৌলভীবাজারে ৫৫৮ জন।


এছাড়া করোনার উপসর্গ না থাকায় গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ জন। এর মধ্যে সিলেটে ৮, সুনামগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৬ জন রয়েছেন।


তিনি বলেন, সিলেটে এখন পর্যন্ত হাসপাতাল আইসোলেশনে চিকিৎসা নিয়েছেন ১০০ জন। এরমধ্যে নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় ৪১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com