শিরোনাম
সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করায় ১০৯ জনকে জরিমানা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১৪:৩৯
সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করায় ১০৯ জনকে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে বাইরে অহেতুক ঘোরাফেরা করা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলাসহ বিভিন্ন অভিযোগে ১০৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


এসময় ১০৯ জনকে ৫৩ হাজার ৭শ টাকা জরিমানা করা হয় বলে শুক্রবার (১০ এপ্রিল) সকালে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।


তিনি জানান, এসব অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগে ৭৪টি মামলায় জরিমানা করা হয়েছে।


এ সময় করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিনা কারণে ঘর থেকে বের না হতে জনসাধারণকে পরামর্শ দেয়া হয়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com