শিরোনাম
সৈয়দপুরে করোনায় আক্রান্ত শ্রমিক, ২০ বাড়ি লকডাউন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১২:২৬
সৈয়দপুরে করোনায় আক্রান্ত শ্রমিক, ২০ বাড়ি লকডাউন
সৈয়দপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর সৈয়দপুরে নারায়ণগঞ্জ থেকে আসা এক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। এ কারণে ওই ব্যক্তির বাড়িসহ আশে পাশের ২০টি বাড়ি লকডাউন করেছে সৈয়দপুর উপজেলা প্রশাসন।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ওই ব্যক্তির করোনা পজিটিভের রিপোর্ট হাতে পায় স্বাস্থ্য বিভাগ।


ওই ব্যক্তি (৩৮) খাতামধুপুর ইউনিয়নের খালিশা বকশি পাড়া গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের একটি খাদ্য উৎপাদনকারী কারখানায় কাজ করতেন।


জানা যায়, গত ৫ এপ্রিল তিনি গ্রামের বাড়িতে ফিরে এসে জ্বরে আক্রান্ত হন। পরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ গত ৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ব্যক্তির করোনা পজিটিভের রিপোর্ট হাতে পায় স্বাস্থ্য বিভাগ।


সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবগত করলে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আইসোলেশনে ভর্তি করে।


সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাসিম আহমেদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবকের বাড়িসহ ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া এলাকার অন্যান্য লোকজনদের শনাক্তের কাজ চলছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com