শিরোনাম
চুয়াডাঙ্গা লকডাউন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ০৯:০৯
চুয়াডাঙ্গা লকডাউন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনভাইরাসের সংক্রমণ ঠেকাতে চুয়াডাঙ্গা জেলায় প্রবেশ ও বাইরে যাওয়া বন্ধ ঘোষনা করে দিয়েছেন জেলা প্রসাশক।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি জানানো হয়।


তবে জরুরি ওষুধ, কৃষি পণ্য, চিকিৎসা সামগ্রী, জ্বালানী, কাঁচা সবজি ও সংবাদপত্র বহনের যানবাহন এসব নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলেও উল্লেখ করা হয়েছে প্রেস নোটে। সকাল থেকে চুয়াডাঙ্গার চারটি প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।


চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, অন্য জেলার সাথে এ জেলার প্রবেশ পথগুলোতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। কেউ জেলায় ঢুকতে বা বের হতে গেলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। তবে জরুরি পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান এসব নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।


এদিকে সঙ্গ নিরোধ আইন না মানায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসনের বিভিন্ন দল। এছাড়া করোনাভাইরাস ইস্যুতে জনসচেতনতায় জেলা প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।


বিবার্তা/সাগর/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com