শিরোনাম
সাপাহারে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৫:৩২
সাপাহারে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ
সাপাহার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর সাপাহারে কঠোর অবস্থানে পুলিশ।


সাপাহার থানার ওসি আব্দুল এর নির্দেশেপ্রতিদিন নিরলসভাবে উপজেলা সদরসহ উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে
মোড়ে জনসমাগম ঠেকানোসহ সচেতন করার কাজ করে যাচ্ছেন থানা পুলিশ।


জানা গেছে, সাপাহার থানা পুলিশ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ মোড় গুলোতে অভিযান চালাচ্ছে। এমতাবস্থায় প্রয়োজন ছাড়া ইজি বাইক, মোটরসাইকেল সহ যানবাহন চলাচল রোধে এবং বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া রোধ করতে কঠোর অবস্থানে।


এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদরে উপযুক্ত কারণ ছাড়া সদরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিনা কারণে চালক ব্যতিত কোন যাত্রী নিয়ে মোটর সাইকেলেও চালাচল করা যাবে না বলেও নির্দেশ দেয়া হচ্ছে হ্যান্ড মাইকিং এর মাধ্যমে।


সাপাহার থানার ওসি আব্দুল হাই বলেন, এ অভিযান অব্যহত থাকবে। বিনা কারণে বাইরে ঘুরা-ঘুরি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। সবাইকে নিজ বাড়িতে থেকে পুলিশকে সহযোগিতা করার আহবান করেন ওসি আব্দুল হাই।


বিবার্তা/নয়ন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com