শিরোনাম
নৌপরিবহন প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে
দিনাজপুরে রুপালী বাংলা জুট মিলের কার্যক্রম বন্ধ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৫:২১
দিনাজপুরে রুপালী বাংলা জুট মিলের কার্যক্রম বন্ধ
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো দিনাজপুরের বিরলস্থ রুপালী বাংলা জুট মিলের কার্যক্রম।


করোনাভাইরাসের প্রাদূর্ভাবের জটিল পরিস্থিতিতেও সরকারি নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই বিরল উপজেলায় চলছিলো স্থানীয় আওয়ামীলীগ নেতা এম আব্দুল লতিফের রুপালী বাংলা জুট মিলের কার্যক্রম।


বুধবার (৮ এপ্রিল) দুপুরে সরজমিনে গিয়ে মিল চালু কার্যক্রমের ফুটেজ, কর্মরত শ্রমিক, মিলের স্বত্তাধিকারী এম আব্দুল লতিফের স্বাক্ষাতকার গ্রহণ করে।


এ বিষয়ে বিরল ইউএনও জিনাত রহমান জানান, মন্ত্রী মহোদয় (নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী) নিজেই মিলটি বন্ধের নিদের্শ দিয়েছেন। এনিয়ে বৈঠকও হয়েছে। সকলেই বিষয়টি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন। তিনি তারপরও কেনো বন্ধ করছেন না, তা আমার বোধগম্য নয়।


স্থানীয় সংসদ সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মুঠোফোনে বলেন, রুপালী বাংলা জুট মিলের কার্যক্রম এখনও চলু আছে, তা আমি বিশ্বাস করতে পারছি না।


নৌপরিবহণ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর রুপালী বাংলা জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল লতিফ মুঠোফেনে এ প্রতিবেদককে জানান, মিল বন্ধ করে দেয়া হয়েছে, আপনি একটু মন্ত্রী সাহেবকে জানান। বিকেল ৫টার মধ্যে সব ক্লোজ করে নেয়া হবে। শ্রমিকদের ছুঁটি দেয়া হয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, নৗপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হস্তক্ষেপে বুধবার সন্ধায় রুপালী বাংলা জুট
মিলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ।


উল্লেখ্য,রুপালী বাংলা জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল লতিফ বিরল উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক। গত ২৬ মার্চ রুপালী বাংলা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের ঘটনায় শ্রমিক-পুলিশ সংর্ঘষে পুলিশের গুলিতে এক চা দোকানদার নিহত হয়। এ ঘটনায় ৩ পুলিশসহ আহত হয় আরো ১৩ শ্রমিক।


বিবার্তা/শাহী/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com