শিরোনাম
বরগুনায় সাজাপ্রাপ্ত ২২ কয়েদিকে মুক্তির প্রস্তাব
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১২:৩২
বরগুনায় সাজাপ্রাপ্ত ২২ কয়েদিকে মুক্তির প্রস্তাব
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরগুনা জেলা কারাগারে দীর্ঘদিন সাজা খাটাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২২ জন কয়েদিকে মুক্তির প্রস্তাব দেয়া হয়েছে।


যা কারা অধিদফতরে পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নিশ্চিত করেছেন বরগুনা জেল সুপার আনোয়ার হোসেন। পরে এটি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।


তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে কারাগার থেকে ২২ জন কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে লঘু অপরাধে ১৯ জন এবং দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত কয়েদি ৩ জন।


জেল সুপার জানান, করোনার কারণে সরকারের নেয়া উদ্যোগের অংশ হিসেবে এ প্রস্তাবনা পাঠানো হয়েছে। এ কারাগারে ১৮৪ জনের ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে ৪০৬ জন কয়েদি রয়েছেন। তাদের দেখভাল করার জন্য কারারক্ষী ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন মোট ৭৯ জন।


এদিকে করোনার ঝুঁকি এড়াতে কয়েদি ও বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করা অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া কারাগারের ভিতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে নানা পদক্ষেপ নিয়েছে কারা কর্তৃপক্ষ।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com