শিরোনাম
ময়মনসিংহে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৪৩৪
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ২২:০১
ময়মনসিংহে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত,  কোয়ারেন্টাইনে ৪৩৪
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


বুধবার (৮ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। একজন মুক্তাগাছার পুলিশ কনস্টেবল অপরজন জামালপুরের মাদারগঞ্জের বাসিন্দা।


এ ঘটনার পর সন্ধ্যায় মুক্তাগাছা এপিবিএনের ৪৩৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।


ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায় ৪৩৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এপিবিএনের ওই সদস্য গত মাসের শেষ দিকে ঢাকার স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন) থেকে বদলি হয়ে ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-এ যোগদান করেন। তাকে এসকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com