শিরোনাম
বরিশালে করোনা পরীক্ষার ল্যাব চালু
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১৭:১৩
বরিশালে করোনা পরীক্ষার ল্যাব চালু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব চালু হয়েছে।


বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পরীক্ষাামূলকভাবে একজন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষার মাধ্যমে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।


তার আগে সকাল ১১টায় মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগে দোয়া-মোনাজাত করে পিসিআর ল্যাব শুরুর কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।


পানিসম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ ল্যাবে টেকনোলজিস্টদের প্রশিক্ষণ ও করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম একই সঙ্গে শুরু হয়েছে। আপাতত ধীরগতিতে পরীক্ষা শুরু হলেও পরবর্তীতে টেকনোলজিস্টরা দক্ষ হলে প্রতিদিন ৯৪ জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে।


তিনি বলেন, চিকিৎসক ও টেকনোলজিস্টদের প্রশিক্ষণের জন্য ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিক্যাল টেকনোলজিস্টগণ প্রশিক্ষণ দিচ্ছেন। বরিশালে করোনা ল্যাব চালু হওয়ায় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। তবে এই ল্যাবে যাতে দীর্ঘমেয়াদে করোনা পরীক্ষা করার প্রয়োজন না হয় সবার কাছে সেই দোয়া কামনা করেন তিনি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com