শিরোনাম
জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহীতে প্রবেশ বন্ধ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১০:০৩
জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহীতে প্রবেশ বন্ধ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহী নগরীতে আর প্রবেশ নয়। ভয়াবহ করোনা পরিস্থিতিতে এই ঘোষণা দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।


আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা এবং করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার ঠেকাতে নগর পুলিশ কমিশনার নগরবাসীকে বেশকিছু নির্দেশনা প্রদান করেছেন। এরই অংশ হিসেবে জরুরি প্রয়োজন ছাড়া নগরীতে প্রবেশ কিংবা বের হতে পারবেন না কোনো ব্যক্তি বা যানবাহন।



এছাড়াও সন্ধ্যা ৬টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া নগরের কোনো বাসিন্দা বাড়ির বাইরে বের হবেন না। অযথা কোনো যানবাহন রাস্তায় চলাচল করা যাবে না। জরুরি সেবা, চিকিৎসা সেবা, ভোগ্যপণ্য, কৃষিপণ্য, রফতানি পণ্য ইত্যাদি পরিবহনকাজে নিয়োজিত ব্যক্তি বা যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে।


গোলাম রুহুল কুদ্দুস আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com