শিরোনাম
করোনার মধ্যেই পাবনার পাকশীতে বোমা আতঙ্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ০৯:৩০
করোনার মধ্যেই পাবনার পাকশীতে বোমা আতঙ্ক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই পাকশীতে বোমা আতঙ্ক দেখা দিয়েছে দুটি পরিবারের সদস্যদের মধ্যে। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী দিয়াড় বাঘইল গ্রামে দুটি বাড়ির দরজা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে কে বা কারা এই বোমা রেখে গেছে। পাশাপাশি দুই বাড়িতে দুটি বোমা রাখায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।


এলাকাবাসী জানান, পাকশীর দিয়াড় বাঘইল হাজিপাড়ায় (ক্লাব মোড় করিমের মিল) সংলগ্ন মো. শফিকুল ইসলাম প্রামাণিক ও আব্দুল গাফফার প্রামাণিকের বাড়িতে এ বোমা রাখা হয়। ইলেকট্রিক মোটা তারের দুই মাথায় দুটি বোমা রাখা হয়েছে।


বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়োচিঠি দেয়। চারদিন আগে পেট্রল ঢেলে রেখে যায় অজ্ঞাত কেউ। এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।


রূপপুর পারমাণবিক প্রকল্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিকাশ চক্রবর্তী জানান, বাড়ি দুটি পুলিশ ঘিরে রেখেছে। পাবনা থেকে এক্সপার্ট দল আসার পর বোমাগুলো আসল কিনা তা জানা যাবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com