শিরোনাম
নেত্রকোনায় করোনা লক্ষণ নিয়ে আরো একজনের মৃত্যু
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ০৮:১৫
নেত্রকোনায় করোনা লক্ষণ নিয়ে আরো একজনের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নেত্রকোনার পূর্বধলার গোহালাকান্দায় আরো এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে।


সোমবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯ টায় শ্যামগঞ্জের কিসমত বারেগা এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।


এর আগে গত রবিবার ভোরে একই উপজেলার হুগলা ইউনিয়নে একই সমস্যা নিয়ে এক নারী (৫০) মারা যান।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় ওই বাড়িসহ আশপাশের ৭টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।


স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্র জানা গেছে, ওই ব্যক্তি গত বুধবার থেকে হঠাৎ করে হালকা জ্বর ও কাশি সমস্যায় ভুগছিলেন। গত রবিবার থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা সোমবার সকালে তার রক্ত সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য নিয়ে যায় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। কিন্তু রাত পৌনে ৯টায় তিনি মারা যান।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় ওই বাড়িটিসহ আশপাশের ৭টি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করে দেয়া হয়।


পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, ওই ব্যক্তির মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে ৭টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। আর মৃতদেহের কাছে কাউকে যেতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনীয় সুরক্ষা পোশাক পড়ে মৃতদেহ দাফন করা হবে।


জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তার শরীর থেকে সংগৃহিত নমুনা পরীক্ষার পর জানা যাবে।


এ নিয়ে নেত্রকোনার খালিয়াজুরি, পূর্বধলা ও কেন্দুয়া উপজেলায় গত ৩ দিনের ব্যবধানে এক নারীসহ প্রায় একই সমস্যায় ৪ জন মারা যান। তবে তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কী-না তা পরীক্ষা করা হচ্ছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com