শিরোনাম
২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি মিলন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৮:১৯
২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি মিলন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কর্মহীন ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাাডভোকেট আমিরুল আলম মিলন এমপি।


সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশাণবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।


এসময় তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে সবাই ঘরে থাকুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে খাদ্য পোঁছে যাবে। দেশে পর্যাপ্ত পরিমান খাদ্যের মজুদ রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধ করতে হলে সবাইকে ঘরে থাকতে হবে।


তিনি আরো বলেন, করোনা ভাইরাসকে প্রতিহত করতে হলে সবাইকে সচেতনত হতে হবে। প্রধানমন্ত্রীর দেয়া ৩১ দফা মেনে চলতে হবে। সবাইকে ঘরে অবস্থান করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তা না হলে করোনা নির্মূল করা সম্ভব হবে না।


এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীনিগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,শানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজু/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com