শিরোনাম
শেরপুরে করোনা ‘পজিটিভ’ দুই নারী শনাক্ত
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ০৮:৫৯
শেরপুরে করোনা ‘পজিটিভ’ দুই নারী শনাক্ত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে শ্রীবরদী ও সদর উপজেলায় প্রথম দুই নারী করোনা রোগী শনাক্ত হয়েছে।


রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ওই দুই নারীর নমুনা পরীক্ষার ফলাফলে কভিড-১৯ ‘পজিটিভ’ রিপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ।


করোনা ভাইরাস আক্রান্ত ওই দুই রোগীর একজন শ্রীবরদী পৌর শহরের শ্রীবরদীর সাতানি এলাকার বাসিন্দা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া হিসেবে কর্মরত। এছাড়াও তিনি শ্রীবরদী বাজারের নিভির ডায়াগনোষ্টিক স্টোরে কাজ করতেন।


অন্যজন হলেন, শেরপুর সদরের লছমনপুর এলাকার বাসিন্দা একজন গৃহবধূ। করোনা আক্রান্ত ওই দুই নারীকে রাতেই জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। এ ঘটনায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ২০টি বাড়ি এবং আশপাশের এলাকা শেরপুরের ওই নারীর বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।


সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ বলেন, করোনা পরীক্ষার জন্য জেলা থেকে ৫টি নমুনা সংগ্রহ করে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছিলো। তারমধ্যে রবিবার বিকেলে জানানো হয়েছে দুইজনের নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com