শিরোনাম
সিলেটে শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী চিকিৎসক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২৩:১২
সিলেটে শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী চিকিৎসক
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া ওই রোগী একজন চিকিৎসক।


রবিবার (৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত জানিয়েছেন। করোনায় শনাক্ত হওয়া রোগী নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা বলে জানান সিভিল সার্জন।


তিনি জানান, আমরা নিয়মিত করোনাভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে ও আইসোলেশনে থাকা রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্তের নমুনা ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠাই। রবিবার রাতে ওই লোকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর ঘটনাটি প্রশাসনকে অবহিত করে তার বাড়িটি লকডাউন করা হয়।


সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেটে এ প্রথম করোনাভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ওই রোগী তার নিজ বাসাতেই আছেন। বাসাটি লকডাউন করার করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com