শিরোনাম
নারায়ণগঞ্জ সিটিতে কারফিউ জারির অনুরোধ মেয়র আইভীর
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২২:০১
নারায়ণগঞ্জ সিটিতে কারফিউ জারির অনুরোধ মেয়র আইভীর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নারায়ণগঞ্জ সিটিতে কারফিউ জারি করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জের সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।


রবিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ নগরীতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি অত্যাধিক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মানুষের জীবন বাঁচাতে ‘জরুরি ভিত্তিতে সিটি এলাকা লকডাউন/কারফিউ জারি করার জন্য’ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।’


নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রয়োজনে প্রশাসন আরো কঠোর হবে। এখানে আপস বা ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।


নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলায় এ পর্যন্ত ১১ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন, তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া সিটির তিনটি এলাকা লকডডাউন করে রাখা হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com