শিরোনাম
কুড়িগ্রামে করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১৯:১৪
কুড়িগ্রামে করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে করোনা উপসর্গ সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ঢাকা ফেরত ৪ জনসহ ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, ঢাকা ফেরত ৭ ব্যক্তির জ্বর, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ থাকার সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


তিনি জানান, এরমধ্যে শনিবার ৪ জনের এবং রোববার ৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও তাদের কারো পরীক্ষার ফলাফল আসেনি।


তিনি আরো জানান, যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের ১ জনের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়, ১ জনের বাড়ি রাজারহাট উপজেলায়, ১ জনের বাড়ি নাগেশ্বরী উপজেলা, ১ জনের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলা এবং ৩ জনের বাড়ি চিলমারী উপজেলা।


ইতোমধ্যে জেলায় বিদেশ ফেরতসহ ৩১২ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com