শিরোনাম
তাবলীগে আসা মুসল্লি করোনা আক্রান্ত, গোটা এলাকা লকডাউন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১২:২৭
তাবলীগে আসা মুসল্লি করোনা আক্রান্ত, গোটা এলাকা লকডাউন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তাবলীগ জামাতে আসা এক মুসল্লি করোনায় আক্রান্ত হওয়ায় মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। করোনা আক্রান্ত ওই ব্যক্তি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তার বয়স আনুমানিক ৬০ বছর। তিনি সিংগাইর পৌরসভার আজিমপুর নয়াডাঙ্গী এলাকার বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলীগ জামাতে এসেছিলেন।


সিংগাইর ইউএনও রুনা লায়লা লকডাউনের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ মার্চ থেকে ১২ সদস্যের একটি তাবলীগ জামাতের দল ওই মাদরাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে ফরিদপুর থেকে আসা ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্মীয়ের সঙ্গে ঢাকায় আইইডিসিআরে গিয়ে পরীক্ষা করান। পরে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে তাকে আইইডিসিআরের তত্ত্বাবধানে রাখা হয়। ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্যান্য ১১ সদস্য ও স্থানীয় ৬ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


তিনি জানান, শনিবার রাত ১২টার দিকে আইইডিসিআর থেকে তার করোনায় আক্রান্তের খবর আমাদের জানানো হয়। এরপরই সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com