শিরোনাম
সবাই ন্যাড়া হয়ে যাচ্ছে কেন?
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ০৮:২৬
সবাই ন্যাড়া হয়ে যাচ্ছে কেন?
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনা সঙ্কটে ঘরবন্দি মানুষ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ঘরবন্দি মানুষ নিজের চেহারা পরিবর্তন করতে, অনেকেই দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে চুল কামিয়ে ফেলছেন।


বেশিরভাগেরই মত, এমনিতে সব কিছুই বন্ধ। সেলুন থেকে পার্লার সবখানেই তালা। চুলগুলো বড় হয়ে যাচ্ছে দেখে তাই মাথা কামিয়ে ফেলেছি। এছাড়া তো আর উপায় নেই। নিজেরা নিজেরা তো আর চুল কাটতে পারবো না। আর মাথা কামিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করছেন অনেকেই।


যাঁরা এভাবে ন্যাড়া করেছেন, তাঁদের একজন আব্দুল্লাহ আল মামুন। তিনি একটি জাতীয় দৈনিকে কর্মরত আছেন। এ সংবাদ কর্মী শুক্রবার (৩ এপ্রিল) ন্যাড়া মাথার একটি ছবি পোষ্ট করেন। যেখানে তিনি লিখেন, ‘new look ! কেমন লাগছে জানিনা। তবে অনেক দিনের ইচ্ছা, কিন্তু সুযোগ মিলছিল না’।


ন্যাড়া হওয়া আরেক ব্যক্তি হোসেন আহম্মদ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এ বাসিন্দা বলেন, সেলুন বন্ধ থাকায় চুল কাটাতে পারছি না। চুলগুলো বড় হওয়ায় অস্বস্তি বেড়ে গেছে। তাই বাধ্য হয়েই মাথা ন্যাড়া করে ফেলেছি। তার দেখা দেখি আরো ৫ জন মাথা ন্যাড়া করেছেন বলেও জানান তিনি। যার প্রমাণ পাওয়া যায় ফেসবুকে। সেখানে দেখা যায় আহমেদ মিরাজ নামের একটি আইড থেকে তাদের ন্যাড়া মাথার ছবি দিয়ে পোষ্ট করা হয়েছে। যেখানে লেখা রয়েছে নিজে ন্যাড়া হোন এবং অন্যকে ন্যাড়া হতে সহায়তা করুন।


এদিকে যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা জহির ইকবাল বলেন, ‘চুল পড়ে যাচ্ছে। শুনেছি, মাথা ন্যাড়া করলে চুল পড়া বন্ধ হয়। করোনাভাইরাসের কারণে বাড়িতেই থাকছি। ভাবলাম, এই সুযোগে মাথা ন্যাড়া করে ফেলি। যদি সুফল পাওয়া যায়। তাই চুল ফেলে দিলাম।’


যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহবুব উল্লাহও মাথা ন্যাড়া করেছেন। তিনি কর্মস্থল বন্ধ থাকায় এই কটা দিন যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার বাড়িতেই আবদ্ধ। তিনি বলেন, ‘চুল বেড়ে যাওয়ায় গরমে ঘেমে মাথা চুলকাচ্ছিল। এদিকে সেলুন সব বন্ধ। চুল ছাঁটিয়ে নেওয়ার উপায় নেই। বাড়িতে গিয়ে ছোট ভাইকে বললাম, ব্লেড ধর। মাথা ন্যাড়া করে দে।’


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইউনুচ আলী। বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ায় যশোরের চৌগাছা উপজেলার হুগোলডাঙ্গা গ্রামের বাড়িতে আছেন। তিনি বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল মাথা ন্যাড়া করার। কিন্তু লোকলজ্জার কারণে এত দিন ন্যাড়া করতে পারিনি। বিশ্ববিদ্যালয় অনেক দিন ছুটি। তাই বাড়িতে এসেই আমরা তিন বন্ধু একসঙ্গে মাথা ন্যাড়া করে ফেলেছি। মাথা ন্যাড়া করা ছবি ফেসবুকে পোস্ট করে দিয়েছি। গরমে মাথা থেকে চুল ফেলে দিয়ে ভালোই লাগছে।’


এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com