শিরোনাম
ভারত থেকে ফিরে আইসোলেশন সেন্টারে যুবক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ১৪:১১
ভারত থেকে ফিরে আইসোলেশন সেন্টারে যুবক
সিলেট প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে একজনকে ভর্তি করা হয়েছে।


শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ওই যুবককে সেখানে ভর্তি করা হয়।


স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান (রোগ নিয়ন্ত্রণ) এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ৩৫ বছরের এই যুবক শুক্রবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার বাড়ি সিলেটে। শনিবার ভোরে সিলেট এসে পৌঁছান। এরপর তাকে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


প্রাথমিক পরীক্ষায় এই যুবকের শরীরে করোনার সংক্রমণ নেই। যেহেতু পরিস্থিতি খারাপ এজন্য তাকে বাসার কয়ারেন্টাইনে না রেখে সোজা হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com