শিরোনাম
বাংলাদেশে করোনার থাবা তীব্র না হলেও আমরা শংকিত: হানিফ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৬:৩৯
বাংলাদেশে করোনার থাবা তীব্র না হলেও আমরা শংকিত: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বের মানুষ আতংকিত। কারণ ইতমধ্যে করোনাভাইরাসে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। ৫০ হাজারের অধিক মানুষ মারা গেছে। বাংলাদেশে করোনাভাইরাস মহামারী আকারে না আসলেও আমরা কিন্তু শংকিত আছি।


শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


হানিফ বলেন, করোনাভাইরাস রোধ করার প্রথম কাজ হচ্ছে ঘরে থাকা, অন্যের সংস্পর্শ থেকে মুক্ত থাকা। করোনাভাইরাসের বৈশিষ্ট্য হলো এক দেহ থেকে আরেক দেহে সংক্রমিত করা। সেই সামাজিক দূরত্ব রোধ করতে এবং এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। যাতে আমরা তা রক্ষা পেতে পারি।


এ সময় জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com