শিরোনাম
শরীয়তপুরে মসজিদে সাবান বিতরণ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৫:২৪
শরীয়তপুরে মসজিদে সাবান বিতরণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে মসজিদে সাবান ও সাবানের কেস বিতরণ করেছে আলোকিত বিলাসপুর নামের একটি সংগঠন। এছাড়াও ওই সংগঠনের পক্ষ থেকে ১৬৫টি পরিবারের মাঝে ১০ দিনের চলার উপযোগী নিত্য প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।


শুক্রবার (৩ এপ্রিল) বিবার্তাকে এ তথ্য জানfন আলোকিত বিলাসপুরের সদস্য মেহদী হাসান।
তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। বিশ্বের প্রতিটি দেশ আজ গৃহবন্দী। ঘর থেকে বের হতে পারছে না লোকজন। চরম দুর্বিষহ জীবনযাপন করছে খেটে খাওয়া মানুষ। দিন এনে দিন খাওয়া মানুষ বর্তমানে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানু্ষের পাশে এসে দাঁড়িয়েছে আলোকিত বিলাসপুর সংগঠন। মাত্র তিনমাস বয়সি এই সংগঠনটি তার সদস্য, স্থানীয় যুবসমাজ ও প্রবাসীদের সাহায্যে ইতোমধ্যে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ড সম্পন্ন করতে পেরেছে।


তিনি আরো জানান, সংগঠনের পক্ষ তেকে বিলাসপুর ইউনিয়নের ৪০টি মসজিদে সাবান ও সাবানের কেস বিতরণ করা হয়েছে। মুসুল্লী, গরীব ও অসহায়দের মাঝে মাস্ক, এলাকার লোকজনের মাঝে সচেতনতামূলক লিফলেট ও ১৬৫টি পরিবারের মাঝে প্রায় ১০ দিনের চলার উপযোগী নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিবার্তা/খলিল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com