শিরোনাম
কুষ্টিয়ায় নৌ সদস্যের মৃত্যু, করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৪:২৬
কুষ্টিয়ায় নৌ সদস্যের মৃত্যু, করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় নাজমুল হোসাইন নামে নৌবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে করোনা সংক্রমণের কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। পরে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ময়নাতদন্ত শেষে করোনা সংক্রমন রয়েছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, প্রাথমিকভাবে মৃত ওই ব্যক্তির শরীরের করোনা সংক্রমনের কোন উপসর্গ পাওয়া যায়নি। তিনি বেশ কিছুদিন ধরে পেটে ব্যথা ও লিভারে সমস্যায় ভুগছিলেন। তারপরও কি কারনে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিয়ম অনুযায়ী ওই ব্যক্তির দাফন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।


এদিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার এক ব্যক্তিকে শুক্রবার দুপুরে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তি গত তিন দিন ধরে শ্বাসকষ্ট, সর্দি ও জ্বরে আক্রান্ত ছিলেন। তিনি পেশায় রিকশা চালক। বয়স ৪৫ বছর।


তিনি পরিবারসহ কুষ্টিয়া শহরের চরথানাপাড়া এলাকায় বাস করেন। গত তিনদিন ধরে সর্দি ও কাশি শুরু হয়। বৃহস্পতিবার থেকে প্রচন্ড শ্বাসকষ্ট বাড়ে। এ তথ্য জানার পর অসুস্থ ব্যক্তিকে আইসোলেশনে নেয়া হয়।


কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com