শিরোনাম
বেতনের টাকায় অসহায়দের পাশে এক চিকিৎসক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১২:২৬
বেতনের টাকায় অসহায়দের পাশে এক চিকিৎসক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহামারি করোনা সংক্রমণের ঝুঁকিতে দেশের চিকিৎসক-নার্সদের অনেকেই রোগীদের সেবা দিতে ভয় পাচ্ছেন। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারী হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীরা। ঠিক এমন সময়ে নিজের বেতনের টাকায় অসহায় মানুষের সেবায় এগিয়ে এলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন মুহুরী।


তিনি ফটিকছড়ি গোপালঘাটা গ্রামের ঐতিহ্যবাহী মুহুরী পরিবারের প্রয়াত শামসুল আনোয়ার মুহুরী ও মোমেনা খানমের কনিষ্ট পুত্র এবং ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর ছোট ভাই।


জানা গেছে, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যার্থে নিজের চাকুরির একমাসের বেতনের টাকাসহ লক্ষাধিক টাকার ব্যক্তিগত ফান্ড গঠন করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সেন্ট্রাল কাউন্সিলর ডা. জয়নাল মুহুরী। ইতোমধ্যে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের আপদকালীন ফান্ডের জন্য নিজের ব্যক্তিগত অনুদান উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের নিকট হস্তান্তরও করেছেন তিনি।


এছাড়া করোনা পরিস্থিতিতে ফটিকছড়ির সাধারণ মানুষ যাতে ঘরে বসেই টেলিমেডিসিন সেবা নিতে পারে, সে লক্ষ্যে ৫ জন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি টিম গঠন করেছেন ডা. জয়নাল মুহুরী। পাশাপাশি এই সংকটময় মুহূর্তে ফটিকছড়ি উপজেলার দারিদ্র্য পরিবারের বাচ্চা রোগীদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও সরবরাহ করছেন এ শিশুরোগ বিশেষজ্ঞ।


এদিকে দেশের সংকটকালীন মুহুর্তে সাধারণ মানুষের জন্য তাঁর এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সচেতন মহল। ইতোপূর্বে এমন বহু ব্যতিক্রমী কর্মকান্ডের জন্য এলাকায় আলোচিত হয়েছেন তিনি। একের পর মানবিক কর্মকান্ডে এলাকায় মানুষের নিকট গরীবের ডাক্তার হিসেবেও পরিচিতি লাভ করেছন ডা. জয়নাল মুহুরী।


এ ব্যাপারে ডা. জয়নাল আবেদীন মুহুরীর বলেন, ডাক্তারি কিংবা চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। এ পেশার মূল লক্ষ্য যেকোনো মুহুর্তে মানুষের সেবা করা। নিজ পেশার প্রতি শ্রদ্ধা রেখে সে লক্ষ্য বাস্তবায়নে সর্বদা নিয়োজিত থাকার চেষ্টা করি। আমি মনে করি মানুষের কল্যাণে কিছু করতে পারাই এ ক্ষণস্থায়ী জীবনের প্রাপ্তি। এ সময় এ সংকটপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে নিঃস্বার্থভাবে দেশের সর্বস্তরের চিকিৎসকগণকে এগিয়ে আসার আহবানও জানান এ পেশাজীবী নেতা।


বিবার্তা/ফয়সাল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com