শিরোনাম
সাতক্ষীরায় জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল
প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ২০:৫৯
সাতক্ষীরায় জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১২ টা থেকে এ টহল জোরদার করা হয়।


সদর উপজেলা নির্বাহি অফিসার দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শহরের খুলনা রোড মোড়, কদমতলা, নিউমার্কেট, পাকাপোলের মোড়সহ বিভিন্ন সড়কে টহল দেন। এ সময় তারা দুই মোটরসাইকেল আরোহীকে অযথা শহরে ঘোরাফেরা করার অভিযোগে এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শহরে র‌্যাব-পুলিশের টহলও জোরদার করা হয়েছে।


এসময় তারা সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবেন না। বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এদিকে শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ও ঔষধের দোকান ছাড়া বাকী অন্যান্য দোকান পাট অধিকাংশই বন্ধ থাকায় রাস্তাঘাটে লোক-সমাগম খুবই কম। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।


বিবার্তা/সেলিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com