শিরোনাম
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান হানিফের
প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ১৬:৩১
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান হানিফের
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ করোনা ভাইরাসকে ছোয়াঁচে ব্যাধি উল্লেখ করে বলেছেন, মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি অনেক হাসপাতালে রোগী চিকিৎসা নিতে গিয়ে ভর্তি হতে পারছেনা, ডাক্তররা তাদের ঠিকমত দেখছেনা এটা অত্যন্ত দু:খজনক।


তিনি চিকিৎকদের অনুরোধ করে বলেন, চিকিৎসা মহান পেশা এটা সেবামূলক পেশা। অপনাদের মানবতা নিয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি কে করোনা রোগে আক্রান্ত আর আক্রান্ত নয় সেটাও শনাক্ত করার দায়িত্ব আপনাদের। রোগীকে হসপিটালে ভর্তি করবেন না, রোগী দেখবেন না এই ধরণের অমানবিক বিষয় মেনে নেয়া যায়না, যা অত্যন্ত দুঃখজনক।


তিনি বলেন, যেকোনো রোগী চিকিৎসা নিতে গেলে তাকে প্রথমিকভাবে দেখুন শনাক্ত করুন সে কোন ধরণের রোগে আক্রান্ত তাকে সেইভাবে চিকিৎসা দেয়ার পরামর্শ দিন। পাশাপাশি তিনি বেসরকারী হাসপাতালের চিকিৎসকদের নিশ্চুপ না থেকে দেশের মানুষের চিকিৎসা সেবা দেয়ার আহ্বান জানান।


বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রশাসকের সভাকক্ষে ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক জরুরি সভায়’ যোগ দেয়ায় আগে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ ডাক্তারদের উদ্দ্যেশে এসব কথা বলেন।


কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। সভায় কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com