শিরোনাম
করোনা প্রতিরোধে সাপ্তাহিক হাট ভেঙ্গে দিল প্রশাসন
প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১৯:১৫
করোনা প্রতিরোধে সাপ্তাহিক হাট ভেঙ্গে দিল প্রশাসন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। এ কার্যক্রমের আওতায় সংক্রমণ এড়াতে উপজেলায় ২৬টি হাট-বাজার বন্ধ ঘোষণা ও জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে উপজেলা প্রশাসন।


বুধবার (১ এপ্রিল) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দার হাট (বগুড়া-নাটোর মহাসড়কের পাশে) সকাল থেকেই শুরু হয়। ভোর বেলা থেকেই ওই হাটে গাদাগাদি করে কাঁচাবাজার সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিষের দোকান-পাট বসে। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ হাটে আসতে শুরু করে। এতে করে বেড়ে যায় জনসমাগম।


নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আখতার হাটে উপস্থিত হয়ে থানা পুলিশের সহযোগিতার হাটটি ভেঙ্গে দেয়। এসময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে করোনাভাইরাসের সংক্রমন থেকে বাচার জন্য সচেতনতামূলক কথা বলেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, এই সংকটময় মূহূর্তে মানুষকে সচেতন হতে হবে। সংক্রমণ এড়াতে উপজেলায় ২৬টি হাট-বাজার বন্ধ ঘোষণা ও জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি আরো জানান, নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসায় জনসমাগমের সৃষ্টি হয়। তাই জনসমাগম এড়াতে হাট ভেঙ্গে দেয়া হয়।


বিবার্তা/মুনির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com