শিরোনাম
জয়পুরহাটে করোনার সংক্রমণ ঠেকাতে সেনা টহল ও প্রচারণা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১৮:১৩
জয়পুরহাটে করোনার সংক্রমণ ঠেকাতে সেনা টহল ও প্রচারণা
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের কালাই উপজেলায় করোনার সামাজিক সংক্রমণ ঠেকাতে সেনাবাহিনীর একটি দল টহল ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গণসচেতনতা তৈরির লক্ষ্যে দলটি এই টহল ও প্রচারাভিযান করে।


বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা থেকে পর্যন্ত উপজেলার পাঁচশিরা বাজার, কালাই বাজার, মোলামগাড়িহাটসহ গুরুত্বপূর্ন বাজারে প্রচারাভিযান চালানো হয়।


এ সময় করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন পয়েন্টে মাইকিং করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোনাববর হোসেন। ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসাধারণকে ঘরে থাকারও অনুরোধ করেন তিনি।


এসময় বগুড়া সেনানিবাসের অধীনস্থ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. সায়েমসহ তাঁর অধীনস্থ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোনাববর হোসেন বলেন, গুরুত্বপূর্ণ বাজার ও সম্ভাব্য গণজমায়েতস্থলে টহল করা হয়েছে। এসব স্থানে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে।


অপরদিকে টহল চলাকালে উপজেলার বিভিন্ন বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা সহ সামাজিক দূরত্ব বজায় না রেখে মটরসাইকেলে একাধিক ব্যক্তি ১২৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোনাববর হোসেন।


বিবার্তা/সোহেল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com