শিরোনাম
চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু
প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১১:২৯
চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু
চট্টগ্রাম পতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এ আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে আরফা বেগম (৫৫) নামে ওই নারী মারা যান। আইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী এ কথা জানিয়েছেন।


আরফা বেগম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আবুল হোসেনের স্ত্রী।


ডা. এম এ হাসান চৌধুরী বলেন, ওই নারী চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


তিনি আরো বলেন, ওই নারীর জ্বর বা কাশি ছিল না। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা আমরা নিশ্চিত নই। এটি জানতে বুধবার (১ এপ্রিল) তার নমুনা পরীক্ষা করা হবে।


ঢাকার বাইরে যে ১০টি স্থানে এখন করোনাভাইরাসের পরীক্ষা চলছে তার মধ্যে বিআইটিআইডি একটি। মঙ্গলবার পর্যন্ত এখানে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা হলেও তাদের কারো মধ্যেই করোনাভাইরাস পাওয়া যায়নি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com