শিরোনাম
রাজশাহীতে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ০৯:৩১
রাজশাহীতে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।


তবে চিকিৎসকরা বলছেন ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত নয়। তিনি হাঁপানির রোগী ছিলেন। রাতেই তার লাশ স্বজনরা নিয়ে গেছে।


মৃত ওই যুবকের নাম বুলবুল (২২)। তার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার নবীনগর গ্রামে। বুলবুলের বাবার নাম আসলাম আলী।


হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, বিকেল পাঁচটার দিকে বুলবুলকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর ও শ্বাসকষ্ট থাকার কারণে হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।


তিনি জানান, করোনাভাইরাস আতঙ্কে স্বজনরা তাকে হাসপাতালে আনেন। তবে বুলবুল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন না। তিনি হাঁপানির রোগী ছিলেন। সাথে জ্বর হয়েছিল। বিদেশফেরত কোনো ব্যক্তির সংস্পর্শে বা সম্প্রতি ভ্রমণের কোনো ইতিহাসও নেই বুলবুলের। রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com