শিরোনাম
৪০০ হিন্দু পরিবারকে খাদ্য সামগ্রী দিল টাঙ্গাইল বিএনপি
প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৭:৫১
৪০০ হিন্দু পরিবারকে খাদ্য সামগ্রী দিল টাঙ্গাইল বিএনপি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে ৪০০ সংখ্যালঘু পরিবারের মাঝে তৃতীয় দিনের মতো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। এ সময় সংখ্যালঘু হিন্দু পরিবার ও নিম্ন আয়ের মানুষের পাসে দাঁড়ালেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।


মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরে কাগমারী এলাকায় ও সন্তোস রিষী পাড়া সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ৩ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।


এ সময় তাদের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দোয়া চায় নেতারা। এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসান ইমনসহ আন্যান্য নেতৃবৃন্দ।


খাদ্য সামগ্রী পেয়ে শুকরিয়া আদায় করেন কর্মহীন হতদরিদ্র, অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যরা।


বিবার্তা/তোফাজ্জল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com