শিরোনাম
নবীগঞ্জে উপজেলা প্রশাসনকে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহযোগিতা
প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৭:২৬
নবীগঞ্জে উপজেলা প্রশাসনকে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহযোগিতা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে গৃহবন্দি নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে আর্থিক সহায়তা করেছেন উপজেলা সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা, মহাকাল সংসদ শিবপাশা ও কাতার প্রবাসী রঙ্গলাল দাশের পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের হাতে নগদ এক লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সহ-সভাপতি ভাবনী শংকর ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুগ্ম সম্পাদক গৌতম রায়, অর্থ সম্পাদক চারু দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মহাকাল সংসদের সভাপতি নীলকন্ঠ দাশ সামন্ত, সাধারণ সম্পাদক যুবরাজ দাশ, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারণ সম্পাদক বিধান ধর, আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, নুসরাত ফেরদৌসী, উপজেলা মহিলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবল আলম সুমন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, মহাকল সংসদের উপদেষ্টা গোপিকা রঞ্জন পাল, চন্দ দেব, তনয় কান্তি ঘোষ, অনুকুল দাশসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, দেশের এই ক্লান্তিকালে সারাদেশের ন্যায় করোনাভাইরাস মোকাবেলায় নবীগঞ্জেও দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মধ্যে নিত্যপ্রয়োনীয় দ্রব্য সামগ্রী বিতরণে উপজেলা প্রশাসনকে নবীগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহযোগিতা অন্যদেরকেও উদ্ভুদ্ধ করবে।


বিবার্তা/ছনি/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com