শিরোনাম
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে এক নারী আইসোলেশনে
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৫:৪৫
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে এক নারী আইসোলেশনে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক নারীকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয়েছে।


রবিবার (২৯ মার্চ) গভীর রাতে ওই নারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, সদর উপজেলার আলুকদিয়া গ্রামের প্রায় ৩০ বছর বয়সী ওই নারী বেশ কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত। এছাড়া তার শ্বাসকষ্টও রয়েছে।


রবিবার রাতে ওই নারী বেশি অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি ওয়ার্ডে নেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়।


সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ওই নারীকে আমরা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দিচ্ছি। আজ বিকেলে তার শরীরের রক্ত সংগ্রহ করে ঢাকাতে আইইডিসিআরে পাঠানো হবে। সেখানে পরীক্ষার পরই জানা যাবে ওই নারী করোনা আক্রান্ত কি-না।


এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ইতালি ফেরত এক যুবক আইসোলেশন ইউনিটে গত ১৯ মার্চ চিকিৎসাধীন রয়েছেন। করোনা সন্দেহে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছেে একজনকে ।


এদিকে রবিবার রাত পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা জেলাতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৪৫২ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫ জন রয়েছেন নতুন।


বিবার্তা/সালেকিন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com