শিরোনাম
করোনা: ইসলামপুরে নারীর নমুনা সংগ্রহ, ১০ বাড়ি লকডাউন
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৪:৫০
করোনা: ইসলামপুরে নারীর নমুনা সংগ্রহ, ১০ বাড়ি লকডাউন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুরে করোনা সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহে করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই নারীর বাড়ি পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় মিয়াবাড়ি গ্রামের আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঐ বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।


রবিবার (২৯ মার্চ) রাতে ওই নারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।


মিজানুর রহমান বলেন, ওই নারী কদিন আগেই ঢাকা থেকে তার বাড়িতে এসেছে। পরবর্তীতে তার জ্বর দেখা দিলে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। বিকালের মধ্যেই নমুনার ফলাফল পাওয়া যাবে। এ ঘনায় ওই বাড়ির আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করে
আশপাশের বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।


জামালপুরের সিভিল সার্জন ডা: গৌতম রায় জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে সে করোনায় আক্রান্ত কি-না তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।


উল্লেখ্য, জামালপুরে বিদেশ ফেরত ১১১জন বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন। ইতোমধ্যে ৫৩০ জনের হোম কোয়ারেন্টিনের সময় শেষ হয়েছে।


বিবার্তা/ওসমান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com