শিরোনাম
সেই গ্রামের ১শ পরিবার হোম কোয়ারেন্টিনে
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ০৯:৫০
সেই গ্রামের ১শ পরিবার হোম কোয়ারেন্টিনে
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে পাঠানোর পরদিন গ্রামের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।


রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।


শনিবার (২৮ মার্চ) সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়ার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত এক পরিবারের পাঁচ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ইউএনও বলেন, ওই পরিবারের পাঁচজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি-না তা জানার জন্য রক্তের নমুনা সংগ্রহ করে হয়েছে; সেই রক্তের নমুনা ঢাকায় পাঠানো হবে।


আব্দুল্লাহ আল মামুন বলেন, রবিবার ওই আক্রান্তদের স্বজন ও আশপাশের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ মিটার দূরে দূরে বসিয়ে প্রতিটি পরিবারকে সাত দিনের খাবার পৌঁছে দেয়া হয়েছে।


চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, একই পরিবারের পাঁচ সদস্য জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই গ্রামের একশ পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন ইউএনও।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com