শিরোনাম
কুড়িগ্রামে করোনাভাইরাস রোধে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে
প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১৯:৩৩
কুড়িগ্রামে করোনাভাইরাস রোধে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের সংক্রমণে এড়াতে কুড়িগ্রামে চতুর্থ দিনের মতো কাঁচা বাজার, নিত্যপন্য ও ঔষধের দোকান খোলা থাকলেও বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। কাঁচা বাজারে লোকজনের কিছুটা সমাগম থাকলেও প্রায় ফাঁকা শহর এলাকা।


সড়কে রিকশা, অটো রিকশা ও মোটরসাইকেল ছাড়া অন্যান্য যান চলাচল কম। গত তিন দিনের তুলনায় সড়কে চলাচলকারী লোকজনের সংখ্যা সামান্য বেড়েছে। তবে সকল বয়সের মানুষ মাস্ক পড়ে চলাচল করতে দেখা গেছে।


পৌরসভা, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জেলা ও উপজেলা শহরের গুরুত্বপুর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে অব্যাহত রেখেছে। সেই সাথে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচলের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


এদিকে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো দুই জনসহ ৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ইতোমধ্যে ২৩৭ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।


বিবার্তা/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com