শিরোনাম
কুষ্টিয়ায় হোম কোয়ারেন্টিনে ২৮৪
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৪:০৫
কুষ্টিয়ায় হোম কোয়ারেন্টিনে ২৮৪
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ৭ জনসহ মোট ২৮৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শহরের কালিশংকরপুর এলাকার সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির ৭ মাসের শিশুকে গত ২৬ মার্চ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হলে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। শুক্রবার বিকেলে আইইডিসিআর শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়েছে।


এদিকে কুষ্টিয়া শহর প্রায় জনশুন্য অবস্থায় রয়েছে। জরুরী ওষুধের দোকান ছাড়া শহরের সব দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনাভাইরাস বিস্তার রোধে সরকারি ছুটি ঘোষণা হওয়ার পর থেকে কুষ্টিয়া শহরসহ জেলার ৬ উপজেলার সাধারণ মানুষকে ঘর থেকে বাইরে বের হতে দেখা যায়নি। এরপর প্রশাসনের তৎপরাত রয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com