শিরোনাম
কুড়িগ্রামে নতুন ৫ জন হোম কোয়ারেন্টাইনে
প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৬:০৮
কুড়িগ্রামে নতুন ৫ জন হোম কোয়ারেন্টাইনে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় পাঁচ জনসহ ৩১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৭৭ জনের হোম কোয়ারেন্টাইনের ১৪ দিনের মেয়াদ শেষ হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা বেশির ভাগই বিদেশী।


শুক্রবার কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় মোট ৫৪০ জন বিদেশ ফেরতের তালিকা থাকলেও এদের মধ্যে ৩১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে। করোনা মোকাবেলায় প্রস্তুতি হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কুড়িগ্রাম জেলার জন্য ৬৫০ পিপিই পেয়েছি। যা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিতরণ করা হয়েছে।


অন্যদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, হাসপাতালগুলো প্রায় রোগী শূন্য হয়ে পড়েছে। করোনা সতর্কতার মধ্যে সাধারণ অসুস্থতায় লোকজন হাসপাতাল আসা কমিয়ে দিয়েছেন। জেলার ক্লিনিকগুলোরও প্রায় একই অবস্থা। চিকিৎসকদের বেশির ভাগ প্রাইভেট প্রাকটিস বন্ধ রয়েছে। কিছু ক্লিনিকে শুধু সিজারিয়ান অপারেশন চালু রয়েছে।
বিবার্তা/সৌরভ/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com