শিরোনাম
করোনা প্রতিরোধে
ঝিনাইদহের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অভিযান
প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১২:৫৩
ঝিনাইদহের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অভিযান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা প্রতিরোধে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।


শুক্রবার (২৭ মার্চ) সকালে শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্তর, হাট খোলা, হামদহসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানুষকে ঘরে ফেরার আহবান জানান সেনাবাহিনীর সদস্যরা।


বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদেক হোসেন।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় নতুন ৪৪ জনসহ ৫৫১ প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তার মধ্যে ৫ জনকে স্বাস্থ্য বিভাগের অধীনে শিশু হাসপাতাল ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


ক্যাপ্টেন সাদেক হোসেন জানান, করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই। দেশ থেকে করোনা মুক্ত করার প্রত্যয় নিয়ে সেনাবাহিনী কাজ করে চলেছে। প্রতিদিন সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। যারা এলাকায় জড়ো হচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করে ঘরে ফেরার আহবান জানানো হচ্ছে। সেনাবাহিনীর পাশপাশি অভিযানে পুলিশ সদস্যরাও কাজ করে যাচ্ছেন।


এদিকে করোনায় বাংলাদেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। তবে নতুন করে কারো মৃত্যু হয়নি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com