
সিলেট থেকে পাবনার ঈশ্বরদীতে শ্বশুরবাড়িতে আসা সন্দেহভাজন এক করোনারোগী পুলিশের ভয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় ওই ব্যক্তির শ্বশুরবাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার মুলাডুলি ইউনিয়নে এই ঘটনা ঘটে।
সিলেটে রাজমিস্ত্রীর কাজ করা ওই যুবক তার গ্রামের বাড়ি ঈশ্বরদীর বড়ইচরা বালুরঘাট আসেন। এসময় তার সর্দি, কাশি, গলাব্যাথা ও জ্বর ছিল। কিন্তু তিনি কোয়ারেন্টিনে না থেকে সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার শ্বশুরবাড়ি মুলাডুলিতে অবস্থান নেন। এসময় তার শাশুড়ি গ্রামের কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সহকারী জালাল উদ্দিনকে কাশি, গলাব্যথা, জ্বর ও শ্বাসকষ্টের বিবরণ দিয়ে ওষুধ চাইলে স্বাস্থ্য সহকারী চিন্তায় পড়ে যান।
তৎক্ষণাৎ তিনি এলাকার মেম্বার জাহিদ হোসেনকে বললে তিনি ঈশ্বরদী থানায় ফোন দেন। পুলিশ বিকেলে সেখানে গেলে ওই রোগী পালিয়ে যান। পরে বাড়িটি লকডাউন করে দেয়া হয়।
এ ব্যাপারে মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা জানান, ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। প্রশাসনকে তারা জানিয়েছেন।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]