শিরোনাম
টাঙ্গাইলে করোনা সংক্রমণ এড়াতে জীবাণুনাশক স্প্রে
প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৮:২৮
টাঙ্গাইলে করোনা সংক্রমণ এড়াতে জীবাণুনাশক স্প্রে
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে টাঙ্গাইল শহরের গুরত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পৌরসভার যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আগামী ৩১ মার্চ পর্যন্ত দিনে একবার স্প্রে করা হবে। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ফায়ার স্ট্রেশন ও সিভিল ডিফেন্সের উপসহকারী প্রকৌশলী আব্দুল জলিল, পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান মামুন প্রমুখ।


টাঙ্গাইল ফায়ার স্ট্রেশন ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল জলিল বলেন, প্রথম অবস্থায় যেখানে জনসমাগম বেশি হয় সেই গুরত্বপূর্ণ জায়গায় স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে সব জায়গাতেই স্প্রে করা হবে।


বিবার্তা/তোফাজ্জল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com