শিরোনাম
মোরেলগঞ্জে দোকানপাট বন্ধ, মাঠে প্রশাসন
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ১৮:৪৫
মোরেলগঞ্জে দোকানপাট বন্ধ, মাঠে প্রশাসন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মোরেলগঞ্জে সকল বাজার-ঘাট ও জনসমাগমস্থল বন্ধ রাখার নির্দেশ বাস্তবায়ন কাজ শুরু করছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে উপজেলা শহরসহ ইউনিয়ন পর্যায়ে শপিংমল, বাণিজ্যকেন্দ্র, হোটেল-রেস্তোরা, সাপ্তাহিক হাট-বাজার, চায়ের দোকানসহ জনসমাগম বন্ধ রাখা হয়েছে।


বুধবার (২৫ মার্চ) বেলা ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সদর বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালান। এ সময় মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।


নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা সংক্রমন এড়াতে রাষ্ট্রীয় ঘোষণা বাস্তবায়ন জরুরি। তাই মোবাইলকোর্ট পরিচালনা করা হচ্ছে। নির্দেশ অমান্য করায় কয়েকজন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।


মোরেলগঞ্জে ইতোমধ্যে বিদেশফেরত ৪০৯ জনের বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩ জন। তবে এখনো পর্যন্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি।


বিবার্তা/রাজু/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com