শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর টহল শুরু
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ১৫:৩৬
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর টহল শুরু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার (২৫ মার্চ) সকাল থেকে ঠাকুরগাঁওয়ে টহল দেওয়া শুরু করেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে কাজ করবেন তারা।


বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।


তিনি জানান, মঙ্গলবার (২৪ মার্চ) লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার ও মেজর ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি কোম্পানি ঠাকুরগাঁওয়ে এসেছে। পরে সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তারা জেলার বিভিন্ন উপজেলায় টহল দেওয়া শুরু করেছে।


জেলা প্রশাসক আরো বলেন, সেনাবাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন বিষয়টি নিশ্চিত করবে। এছাড়াও বাজার মনিটরিং, দরিদ্রদের সহায়তা করবে সেনাবাহিনী।


উল্লেখ্য, জেলার ৫ উপজেলায় ২৫০ জন সেনা সদস্যের দুটি কোম্পানি এই টহল কাজ পরিচালনা করবে।


বিবার্তা/বিধান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com