শিরোনাম
তানোরে করোনা সচেতনতায় মাঠে নেমেছে প্রশাসন
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ১৫:২০
তানোরে করোনা সচেতনতায় মাঠে নেমেছে প্রশাসন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সচেতনতায় এবার মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।


বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল ও ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।


এদিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো, জেলা থেকে আগত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তানোর থানা ওসি রাকিবুল হাসানসহ পুলিশের একটি দল চিরুনী অভিযান শুরু করেছে। প্রসাশনের পক্ষ থেকে চলছে সচেতনতামূলক মাইকিং। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বের হতে পারবে না। আর দূরত্ব বজায় রেখে রাস্তায় দুজনের বেশি চলাচল করা যাবে না। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে রাস্তায় বের হতে হবে।


যাত্রীদের সংস্পর্শ এড়াতে যাত্রীবাহী মটরসাইকেল চালকদেরকে গ্লাভস, মাস্ক ও পিঠে পলিথিন জাতীয় এ্যাপ্রোণ বাধাঁর নির্দেশ দেয়া হয়েছে। রাস্তায় বা কোন স্থানে কেউ বিশৃঙ্খলা করলে পুলিশ পিটুনি দিয়ে সরিয়ে দিচ্ছে।


তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএইচও) ডা: রোজী আরা খাতুন জানান, তানোরে এখন পর্যন্ত কোন করোনারোগী পাওয়া যায়নি। বিদেশ ফেরত ২৮ জনকে ডাক্তারদের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।


বিবার্তা/সরকার/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com